37173

08/28/2025 ভারতের মতো অস্ট্রেলিয়াকেও একই পথে হাটতে বললেন খাজা

ভারতের মতো অস্ট্রেলিয়াকেও একই পথে হাটতে বললেন খাজা

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১১:০২

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা খেলাধুলায় জুয়া ও বাজির বিজ্ঞাপন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তরুণদের ওপর এসব বিজ্ঞাপনের নেতিবাচক প্রভাব নিয়ে তিনি সরাসরি সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

সম্প্রতি ভারতের ‘অনলাইন গেমিং বিল ২০২৫’-এর মাধ্যমে বাস্তব অর্থে গেম খেলার নিষেধাজ্ঞার পর খাজার এই বক্তব্য এসেছে। তিনি চান, অস্ট্রেলিয়াতেও যেন এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়।

খাজা বলেন, “আমি যখন এনআরএল (অস্ট্রেলিয়ান ন্যাশনাল রাগবি লীগ) দেখি, খেলা শুরুর আগে সবসময় জুয়ার বিজ্ঞাপন দেখি। এটা সত্যিই চিন্তার বিষয়।” তিনি আরও বলেন, “আজকাল ১৫-১৬ বছরের কিশোরদের বেটিং অ্যাকাউন্ট খুলতে দেখছি। তারা ভাবে খেলা উপভোগ করতে হলে বাজি ধরতে হবে। এটা আমাদের সমাজের জন্য ভয়ংকর।”

তিনি জানান, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দেখা করে এ বিষয়ে সরাসরি কথা বলার ইচ্ছাও আছে তার।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংসদীয় তদন্তে প্রকাশিত ‘You Win Some, You Lose More’ প্রতিবেদনে জুয়ার নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। এতে জাতীয় জুয়া নিয়ন্ত্রণ সংস্থা গঠনের পাশাপাশি বাজি কোম্পানির ওপর কর, বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, ঝুঁকিপূর্ণদের সুরক্ষা, এবং জনসচেতনতা বাড়ানোর মতো ৩১টি সুপারিশ করা হয়েছে।

উসমান খাজা মনে করেন, খেলাধুলায় জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ হলে তরুণ প্রজন্ম অনেকটাই সুরক্ষিত থাকবে। তিনি বলেন, “আমরা যদি খেলাধুলাকে জুয়া থেকে আলাদা করতে পারি, তাহলে অনেক বড় পরিবর্তন সম্ভব। এর জন্য খেলোয়াড়, আয়োজক এবং সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন।”

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]