37223

08/27/2025 ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১৫:১০

ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা জানান তিনি।

আজ বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ‘দ্য জেরুজালেম পোস্ট’।

আরাঘচির দাবি, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে কোনো সমস্যারই মীমাংসা হয়নি। ইসরায়েল বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ায় ইরান তা মেনে নেয়। ভবিষ্যতে ইরানে হামলা হলে ইসরায়েলের ওপর আগের চেয়েও কড়া জবাব দেবে তেহরান।

তিনি জানান, আরও একটি যুদ্ধে জড়াতেও প্রস্তুত আছে ইরান। এ সময়, বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]