37258

08/28/2025 খিলক্ষেতে ২ মসজিদ ও ১ মন্দিরের জন্য জায়গা দিল রেলওয়ে

খিলক্ষেতে ২ মসজিদ ও ১ মন্দিরের জন্য জায়গা দিল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫ ১৭:২৩

রাজধানীর খিলক্ষেতে রেলের সীমানায় উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রেল ভবনে রেলের উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে মন্দির ও মসজিদ সংশ্লিষ্টদের কাছে জমির কাগজ বুঝিয়ে দেয়া হয়।

এসময় মন্দির এবং মসজিদ সংশ্লিষ্টরা সরকারকে ধন্যবাদ জানান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রেলের নির্ধারিত মূল্য পরিশোধ করে মন্দির এবং মসজিদকে স্থায়ী জায়গা দেয়া হয়েছে।

এসময় প্রেস সচিব চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে জানান। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া আছে বলেও জানান তিনি। এসময় চন্দ্রনাথ মন্দিরের অবকাঠামো উন্নয়নেরও ঘোষণা দেন প্রেস সচিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]