37310

08/28/2025 সিডিসিপ্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস

সিডিসিপ্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১১:০৮

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান সুসান মোনারেজকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। পদত্যাগে অস্বীকৃতি জানানোর পরই তাকে এই পদ থেকে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, সুসান মোনারেজ ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন।’

প্রথমে মার্কিন স্বাস্থ্য বিভাগ মোনারেজের চলে যাওয়ার খবর প্রকাশ করে। কিন্তু তার আইনজীবীরা জানান, তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো তথ্য দেওয়া জানানো হয়নি। তিনি পদত্যাগ করবেন না। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার ঘোষণা দেয়।

মোনারেজের আইনজীবীরা অভিযোগ করেন, সরকারের অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশে সায় না দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরখাস্ত করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মোনারেজের অপসারণের পরপরই সিডিসির অন্তত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে ভ্যাকসিনের বিষয়ে সংস্থার কার্যপদ্ধতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যেই এই কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটল।

এই ঘটনার প্রেক্ষাপটে আরও জানা গেছে, সম্প্রতি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন করেছে। তবে তা কেবল বয়স্কদের জন্য সীমিত করা হয়েছে। এর এক সপ্তাহ আগে সিডিসির কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন প্রায় ৬০০ কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেয়।

এই বরখাস্তের ঘটনাটি ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংস্থার মধ্যে বড় দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]