3750

11/03/2025 নেইমারের সঙ্গে খেলবে ভারতের শেহজাদ

নেইমারের সঙ্গে খেলবে ভারতের শেহজাদ

ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১ ১২:২৪

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে ভারতের শেহজাদ মোহম্মদ রফি। নেটমাধ্যমে প্রতিভা খুঁজে নেওয়ার এক প্রতিযোগিতায় অংশ নেয় শেহজাদ। সেই প্রতিযোগিতায় জিতেই এই সুযোগ পাচ্ছে সে।

সারা বিশ্বের কয়েক শো প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই শো-তে। সেখান থেকে সাতজন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়। তাদের মধ্যেই একজন ১৭ বছরের শেহজাদ। কেরালার কান্নুর জেলার শেহজাদের জন্য এ এক অনন্য খুশির দিন। কাতারে একটি পাঁচজনের দলের ম্যাচে নেইমারের সঙ্গে খেলবেন শেহজাদ।

এই প্রতিযোগিতায় গত বছরও অংশ নিয়েছিল শেহজাদ। সেবার জিততে পারেনি সে। এবার জিতলো এবং সুযোগ পেল নেইমারের সঙ্গে খেলার।

ওয়াদিহুদা স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র শেহজাদ। কুয়েতে থাকে তার পরিবার। সেখান থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]