37515

09/01/2025 সৌদিতে ‘ভিক্ষুক মাফিয়াদের’ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

সৌদিতে ‘ভিক্ষুক মাফিয়াদের’ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১৯:০৩

পর্যটন বা ওমরা এমনকি হজের ভিসা নিয়ে সৌদি গিয়ে পাকিস্তানের অনেকে ভিক্ষাবৃত্তি করেন। যা দেশটির জন্য বিব্রতকর। এই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত মাফিয়া চক্রকে কোনো ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। তিনি বলেছেন, মাফিয়া চক্রের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।

শনিবার (৩০ আগস্ট) পাকিস্তানে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠক করেন নাকভি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে। এতে ভিক্ষুক মাফিয়া চক্রের বিষয়টিও ওঠে আসে।

এছাড়া পাকিস্তানের খারাপ সময়ে সৌদি এগিয়ে এসেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধে ভূমিকা রাখায় সৌদিকে ধন্যবাদ জানান তিনি।

অপরদিকে সৌদির রাষ্ট্রদূত বলেন, “পাকিস্তান আমাদের ভাতৃপ্রতীম দেশ। আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেই।”
সূত্র: সামা টিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]