বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কর্তৃক চিকিৎসকদের নিয়ে দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) এক বক্তব্যে ডা. তাহের দাবি করেন, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা নেন, যার ফলে চিকিৎসা ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এ বক্তব্যকে ‘অপমানজনক’ এবং ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ঢালাও মন্তব্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে এবং বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। এ কারণে তারা ডা. তাহেরকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
জুলাই বিপ্লবসহ যেকোনো জাতীয় দুর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ দেশের চিকিৎসকরা আমাদের আশপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে।
চিকিৎসকদের সম্মান রক্ষায় এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সবাইকে সুচিন্তিত ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানায় ড্যাব। তারা দেশের সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসকদের মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও কাজ করে যাবে বলেও উল্লেখ করেছে।