37644

09/04/2025 এক ডিমের জন্য ১ মাস স্টেডিয়ামে খেলা বন্ধ ঘোষণা

এক ডিমের জন্য ১ মাস স্টেডিয়ামে খেলা বন্ধ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৬

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জের্রাবোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলা বন্ধ রাখা হয়েছে একটি পাখির জন্য। শুনতে অবাক লাগলেও ঘটনা একেবারে সত্যি। মাঠের মাঝখানে ডিম পেড়ে বসেছে এক সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। আর তাকে বিরক্ত না করতেই এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরো মাঠ।

গত সপ্তাহান্তে মাঠে ম্যাচ খেলতে আসা খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়, এই মাঠে আর খেলা হবে না। কারণ, কেন্দ্র বৃত্তে এখন এক মা পাখি তার ডিম নিয়ে বসে আছে। তাই ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের অন্য মাঠে। এমনটায় জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন।

প্লোভার পাখি অস্ট্রেলিয়ার একটি পরিচিত ও সংরক্ষিত প্রজাতি। এরা খুব সংবেদনশীল এবং ডিম বা ছানার সময় খুব আগ্রাসী হয়ে ওঠে। কেউ যদি তাদের বাসার কাছাকাছি আসে, তখন তারা চিৎকার করে, মাথার ওপর ঘুরে বেড়ায়, এমনকি ভয় দেখানোর জন্য আক্রমণাত্মক আচরণও করে। তাই সাধারণত এদের ডিম ও ছানাকে বিরক্ত না করাই নিয়ম।

স্থানীয় কাউন্সিল ‘কুইনবিয়ান-পেলারাং রিজিওনাল কাউন্সিল’ জানিয়েছে, তারা স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শে মাঠটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিম ফোটার জন্য কমপক্ষে ২৮ দিন সময় লাগে। তাই এই সময় পর্যন্ত মাঠ বন্ধ থাকবে। প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তায় ডিম সরানোর কথাও ভাবা হচ্ছে, তবে প্রাধান্য দেওয়া হচ্ছে পাখিটির নিরাপত্তাকেই।

কাউন্সিল আরও জানিয়েছে, স্থানীয় ফুটবল দলগুলো খুবই সহানুভূতিশীলভাবে খেলা ও অনুশীলন অন্য মাঠে সরিয়ে নিতে রাজি হয়েছে। কাউন্সিল তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]