37693

09/01/2025 আধ্যাত্মিক গুরুর দ্বারস্থ র‌্যাপার বাদশা!

আধ্যাত্মিক গুরুর দ্বারস্থ র‌্যাপার বাদশা!

বিনোদন ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। উত্তরপ্রদেশের বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে গেছেন তিনি। বাদশার সঙ্গে ছিলেন তার ভাই। জীবন ও সম্পর্কের আসল উদ্দেশ্য কী, প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন তারা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরনে নীল সাদা শার্ট, তার উপরে লাল ও সোনালি রঙের উত্তরীয় পোশাকে দেখা যায় বাদশাকে। হাঁটু মুড়ে, মাথা নিচু করে বসেছিলেন বাদশা।

র‌্যাপারকে সচরাচর এই বেশে দেখা যায় না। কিন্তু এদিন মন শান্ত করে, তিনি শুধুই শুনছিলেন আধ্যাত্মিক গুরুর কথা। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাদশার ভাই প্রেমানন্দ মহারাজকে বলেন, ‘এই জগতে, বহু মানুষ সত্য শুনতে চান। কিন্তু সত্য শোনার পরে তার প্রভাব পড়ে সম্পর্কের উপর। ভালোবাসা কমতে থাকে। তাও সত্যি কথা শোনার ইচ্ছে আমাদের মধ্যে থেকেই যায়। কিন্তু সত্য জানার পরে সবাই দূরে সরে যায়। এ যেন অভিশাপের মত। সত্য বলার সঙ্গে সঙ্গে যেন সব ধ্বংস হয়ে যায়।’

মহারাজের কথায়, ‘আসলে জগৎ সংসার অসত্যে ভরে রয়েছে। এর মধ্যে যদি তুমি সত্যের পক্ষ নাও, তা হলে স্বাভাবিক ভাবেই তুমি একা হয়ে যাবে। তোমার পক্ষ নেওয়ার মতো কেউ থাকবে না। সত্য বললে হয়তো সেটা অনেকেই পছন্দ করবেন না। কিন্তু পরমাত্মা প্রসন্ন হবেন।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন শিল্পা শেট্টী ও তার স্বামী রাজ কুন্দ্রা। আধ্যাত্মিক গুরুর দুটি কিডনিই বিকল জানতে পেরে রাজ তার একটি কিডনি দিতে চেয়েছিলেন। তবে সে প্রস্তাবে রাজি হননি আধ্যাত্মিক গুরু।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]