37713

09/01/2025 মুহম্মদ আতাউল গণি ওসমানীর প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব

মুহম্মদ আতাউল গণি ওসমানীর প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব

বিনোদন ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১২

ঢালিউড মেগাস্টার শাকিব খান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। মার্কিন মুলুক থেকেই সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন। অভিনেতার ফেসবুকে চোখ রাখলেই দেখা মিলছে সিনেমার ঘোষণাসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে পোস্ট প্রকাশ করছেন। বলা চলে সবটাই খুব সচেতনার সঙ্গে করছেন।

এবার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে স্মরণ করলেন শাকিব। আজ সোমবার (১ সেপ্টেম্বরে) ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী। ১৯১৮ সালের এইদিনে (১ সেপ্টেম্বর) তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল ওসমানী।

মুহম্মদ আতাউল গণি ওসমানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে শাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তাঁর জন্মবার্ষিকী-তে জানাই গভীর শ্রদ্ধা।’

এরপর তিনি যোগ করেন, ‘দেশের প্রতি তাঁর ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শোক প্রকাশ করে আলোচনা আসেন। এর ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, ‘দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত।’

তিনি যোগ করেন, ‘যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।’

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]