37761

09/02/2025 সুদানে ভূমিধসে ১ হাজার মানুষ নিহত

সুদানে ভূমিধসে ১ হাজার মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১ হাজার মানুষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

স্থানীয় প্রশাসন জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেলো রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেইন এলাকা। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় একটি গ্রাম।

অঞ্চলটির শাসন ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, ভয়াবহ ভূমিধসের জেরে তারাসিন গ্রামে কেবল একজন মানুষ বেঁচে থাকার খবর মিলেছে। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

উল্লেখ্য, সুদানের দারফুরে ২ বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছে ম্যারা মাউন্টেইন এলাকায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]