37778

09/02/2025 বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী জেলহাজতে

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী জেলহাজতে

জেলা সংবাদদাতা, বরগুনা

২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৬

বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

১২ আইনজীবী হলেন— বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা দেখিয়ে প্রায় দুই বছর পর চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলা দায়ের করেন। তার অভিযোগ, ওই দিন সকাল ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন নেতাকর্মী জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করেন।

আসামিরা চলতি বছরের গত ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান এবং ২১ জুলাই বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামানতের নথি দাখিল করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। নথি তলবের পর মঙ্গলবার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ১২ আইনজীবীর জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]