37871

09/05/2025 সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে পিপুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৫৮) মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে। তার বাড়ি ঘোড়াচড়া গ্রামে। ঘটনার পর থেকে স্থানীয় জনতা অবরোধ করে রেখেছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]