38031

01/02/2026 নগ্ন দৃশ্য, কনডম — ‘বাগি ৪’ নিয়ে নাজেহাল সেন্সর বোর্ড

নগ্ন দৃশ্য, কনডম — ‘বাগি ৪’ নিয়ে নাজেহাল সেন্সর বোর্ড

বিনোদন ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

বলিউড সিনেমা ‘বাগি ৪’ নিয়ে নাজেহাল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন তথা সেন্সর বোর্ড। নগ্ন দৃশ্য, কনডম, যীশুর মূর্তিতে আঘাত একের পর এক স্পর্শকাতর দৃশ্য ও সংলাপ। সব মিলিয়ে ২৩ জায়গায় কাঁচি চলিয়ে দেওয়া হয়েছে মুক্তির অনুমোদন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, সিবিএফসি থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) প্রশংসাপত্র পেয়েছে এই ছবি। তার আগে ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ছবির অডিওতেও বেশ কিছু বদল আনা হয়েছে। ছবিতে বহু দৃশ্যে রক্তারক্তি অধিক মাত্রায় ছিল বলে দৃশ্যগুলোতে আপত্তি জানায় সেন্সর বোর্ড।

যিশু খ্রিস্টের মূর্তির ওপর ছুরি চালানোর দৃশ্য মেনে নেয়ননি সেন্সর বোর্ড। কাঁচি পড়েছে সংলাপেও। “ভাই তোর কনডমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।”সংলাপটি থেকে বাদ দেওয়া হয় ‘কনডম’ শব্দটি।

এদিকে সেন্সর পাওয়ার আগেই গান দিয়ে দর্শকের মন কেড়েছে ‘বাগি’। ‘হুসন’ গানে নেচে দর্শকের মন ভরিয়েছেন হরনাজ় সন্ধু। অনেকের মতে গানটি দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’-এর মতো।

আগামীকাল ৫ সেপ্টেম্বর সিনেমা হলে আসছে ‘বাগি ৪’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন টাইগার শ্রফ ও হরনাজ়। আরও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]