38091

09/06/2025 নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮

ম্যাচের আগের দিন অনুশীলন মাঠ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উপস্থিত থাকলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে দেখা যায়নি গোলকিপার মিতুল মারমাকে। গ্রোয়েনের চোটে ভুগছেন জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া এই গোলকিপার।

আজ সকালে জানা গেলো নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের প্রথমটিতে একাদশে থাকছেন না তিনি। তার জায়গায় অভিষেক হতে পারে সুজন হোসেনের।

এমনিতেই দলে নিয়মিত মুখ হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন. ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু ও দলের আরেক গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ।

এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে পোস্টের নিচে মোহামেডানের সুজন হোসেনের উপর আস্থা রাখছেন হাভিয়ের কাবরেরা। এই দলের তিন নম্বর গোলরক্ষক সুজনের ছোট ভাই পাপ্পু হোসেন।

ঘরোয়া লীগে মোহামেডানের হয়ে খেলেন সুজন। ২০১৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়ে ম্যাচ খেলেছেন ৯১টি। একাদশে থাকলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ২৯ বছর বয়সী সুজনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]