38195

09/09/2025 ময়লা পরিষ্কার করেও শান্তি নেই অক্ষয় কুমারের

ময়লা পরিষ্কার করেও শান্তি নেই অক্ষয় কুমারের

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪

একের পর এক সিনেমা ফ্লপে নাজেহাল বলিউড তারকা অক্ষয়। নেটিজেনরা সারাক্ষণ ছুঁড়ছেন কটাক্ষ নামক তীর। এবার আবর্জনা পরিষ্কার করেও মন পেলেন না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাইয়ের জুহুর ঘাটে চলছে গণেশ পূজা। পূজারীদের ভিড়ে আবর্জনার স্তুপে পরিণত হয়েছে ঘাট। তাই দেখে কোমর বেঁধে সাফাইয়ে নামেন অক্ষয়। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ ও বিএমসি কমিশনার ভূষণ গগরানি। অভিনেতাকে দেখা যায় ওই ঘাট থেকে পূজার ফুল, মালা ও বিভিন্ন সামগ্রী অন্যত্র সরাতে।

বিষয়টি নিয়ে অক্ষয় বলেন, ‘আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এটা খুব প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই দিকটিতে জোর দেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুই সরকারের কাজ নয় বরং এতি সাধারণ মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে।’

এরইমধ্যে অক্ষয়ের ময়লা পরিষ্কারের ভিডিও ভাইরাল হয়েছে। তবে তা দেখে উল্টো হাসাহাসিতে মেতেছেন নেটাগরিকরা। তারা মনে করছেন লোক দেখাতে এসব করে বেড়াচ্ছেন পর্দার খিলাড়ি। কেউ বলেছেন, ‘ক্যামেরার সামনে এমন করে নিজের ওজন বাড়ানোর চেষ্টা। সব নাটক’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]