38327

09/10/2025 কার্জন হলে ভোটাররা ভোগান্তিতে

কার্জন হলে ভোটাররা ভোগান্তিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ভোটারদের ভোগান্তি চোখে পড়ার মতো। শুরু থেকেই এ কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। ফলে কেন্দ্রের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তেমন প্রকাশ পাচ্ছে না।

ওই কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট দিতে কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় একজন ভোটারকে অন্তত ১৫-২০ জন প্রার্থী বা তাদের কর্মী ঘিরে ধরে লিফলেট, কার্ড ও প্রতীক তুলে দিচ্ছেন। এ নিয়ে ভোটারদের অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। কয়েকজন জানান, কেন্দ্রে ঢুকতে না ঢুকতেই প্রচারসামগ্রী হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে ভোট দেওয়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধিরও লঙ্ঘন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তাফিজুর রহমান বলেন, এগুলো প্রিজাইডিং অফিসার দেখবেন। আমরা শুধু সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে আছি।

অন্যদিকে ভোটারদের অভিযোগ, ভেতরে বুথে পৌঁছাতে সময় লাগছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এসময় কিছু শিক্ষার্থী বলেন, প্রার্থীরা যদি কেন্দ্রের ভেতরে এভাবে প্রচারণা চালাতে থাকেন তবে ভোটের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে যাবে। তারা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]