38365

09/10/2025 শিশুসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

শিশুসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ৭৬ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কাজ করছিল বলে বিজিবি জানিয়েছে। দর্শনা ইমিগ্রেশন কাজ শেষে তাদেরকে দর্শনা থানায় রাখা হয়েছে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং বিএসএফের গেদে কোম্পানি কমান্ড্যান্ট এসি সুরন্দর সিং।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, দর্শনা থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]