38379

10/26/2025 গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

জেলা সংবাদদাতা, গাজীপুর

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩

গাজীপুরে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুর এলাকায় অবস্থিত নিট কম্পোজিট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সফিপুর এলাকার নিট কম্পোজিট কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]