38473

09/11/2025 জাকসু নির্বাচন: নিরাপত্তার চাদরে জাহাঙ্গীরনগর

জাকসু নির্বাচন: নিরাপত্তার চাদরে জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও গেটগুলোতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ৮ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ১ হাজার ৬শ পুলিশ ও ২০০শ গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসজুড়ে। আমি সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে খোঁজখবর নিয়েছি। নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

গেটগুলোতে পরিচয় পত্র ও নির্বাচন উপলক্ষে বিশেষ পাস ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রান্তিক গেট ও মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট বাদে অন্য কোনো গেট দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ফটক, প্রান্তিক ফটক ও বিশ মাইল ফটকসহ প্রতিটি প্রবেশপথে ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও জাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল টিম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]