38709

09/14/2025 নতুন পরিচয়ে অভিষেক স্বীকৃতি মজুমদারের

নতুন পরিচয়ে অভিষেক স্বীকৃতি মজুমদারের

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ওপার বাংলার অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। ‘আলোর কোলে’, ‘মেয়েবেলা’, ‘খেলাঘর’, ‘রাজা রানি রোমিও’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করার পর এবার নতুন পরিচয়ে প্রযোজকের ভূমিকায় দেখা যাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বীকৃতি মজুমদার একা প্রযোজকের আসনে বসছেন না, জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি।

জয়দীপ এবং প্রাঞ্জল এর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের এটি প্রথম প্রযোজিত সিরিজ হতে চলেছে। জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজের অন্যতম সিরিজ হতে চলেছে এই আসন্ন সিরিজটি।

যদিও নাম এখনও ঠিক করা হয়নি। তবে এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ। চিত্রনাট্যকার সৌভিক কুন্ডু। গান এবং আবহ সংগীতের দায়িত্ব রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার পেছনে থাকবেন অঙ্কিত সেনগুপ্ত, এডিটেড দায়িত্বে রয়েছেন বনমালী।

গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পুজিতাকে। ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের কাজ। বিগত কয়েকটি মাইক্রো সিরিজের মতো রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হয়ে যাবে এক একটি পর্ব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]