38955

09/18/2025 কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫

ক্যারিয়ার নিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলে দেখা যাবে না তাকে। সামাজিক মাধ্যমে ছবির টিম জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

নাগ আশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলো। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিলো তাকে এই ছবির সিক্যুয়লে দেখতে। এবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম।

এক বিবৃতিতে প্রযোজকরা বলেন, ‘প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য শুভকামনা রইল।’

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে তিনি পরিবারকে সময় দিয়েছেন। ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বর্তমানে দীপিকা পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]