38959

09/18/2025 পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জেলা সংবাদদাতা, পটুয়াখালী

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাটুখালী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান এবং সঙ্গে থাকা আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]