39006

09/20/2025 জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে দলগুলোর সমঝোতা জরুরি: জেএসডি

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে দলগুলোর সমঝোতা জরুরি: জেএসডি

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে পরবর্তী পদক্ষেপ হবে এ জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ফলে এর আইনি ভিত্তি নিশ্চিতে সব রাজনৈতিক দলের সমঝোতায় আসার বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীমের স্মরণে শোক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় আমরা ৩ জোটের রূপ রেখা দেখেছি। ফলে এর আইনি ভিত্তি না থাকায় পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে কেউই সেটি বাস্তবায়ন করতে পারেনি। জুলাই অভুত্থানের আকাঙ্খা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য অভ্যুত্থানের অংশীজনদের ঐক্যবদ্ধ থাকার জরুরি।

সভাপতির বক্তব্যে দলের দলের সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন, প্রয়াত নেতৃবৃন্দ জনগণের অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অন্যান্য অবদান রেখেছেন। তাদের সংগ্রামের পথকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকার করছি এবং তা করতে পারলেই তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, শ্রমিক জোট সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]