39038

09/20/2025 প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

গেল সপ্তাহে খবর ছড়ায় মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে জানা যায় সন্তান জন্মের সম্ভব্য সময়। এবার প্রকাশ্যে এলো অন্তঃসত্তা ক্যাটরিনার ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ছবিগুলোতে দেখা যায় চেরিরঙয়ের একটি গাউন পরে ক্যাটরিনা। স্ফীতোদর উঁকি দিচ্ছে। চোখেমুখে তৃপ্তির ছাপ। চেহারা অস্পষ্ট হলেও ভক্তদের চিনতে অসুবিধা হয়নি ক্যাটকে। তাদের ধারণা, মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

এদিকে অন্তঃসত্তা ক্যাটরিনাকে দেখে বিভিন্ন মন্তব্য ভক্তদের। কেউ লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। কারও দাবি, ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলেমানুষের মতো খুশি।

এর আগে ক্যাটরিনার মা হওয়ার খবর দিয়ে এক সূত্র জানায়, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। তবে এ প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা ভিক্যাটের।

ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]