39039

09/20/2025 অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে

অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব জানান, গত ৪৭ বছর ধরে যা কিছু ভালো সব করেছে বিএনপি। তিনি বলেন, আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, এটা আমাদের গর্ব।

এ সময় ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন যাদের জন্ম হয়েছে তারাও বলে। একাত্তরে যাদের ভিন্ন অবস্থান ছির তারাও বলে। তবে তাদের মনে রাখা দরকার, বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙতে পারেনি। যারা ভাঙতে চেয়েছিল তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।

এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান তুললে মহাসচিব থামিয়ে দেন। বলেন, আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান।

বক্তব্য শেষে তিনি আরেকবার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। যে নেতার নামে স্লোগান হবে সেই নেতা মাইনাস হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]