39040

09/20/2025 রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ 

রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ 

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, রোহিঙ্গা সংকট থাকার কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশিদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এ নিয়ে জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের ওপরে জোর দেন তিনি।

ড. নজরুল বলেন, বাংলাদেশ সবসময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।

সিম্পোজিয়ামে অন্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা সবথেকে বড়। যেখানে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]