39128

09/21/2025 বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৬ অক্টোবর

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৬ অক্টোবর

খেলা ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচন হওয়ার গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আজ (২১ সেপ্টেম্বর) প্রকাশিত তফসিলে এই তথ্য জানানো হয়।

তফসিলে জানানো হয়, আগামীকাল (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। জেলা, বিভাগ এবং ক্লাব মিলিয়ে মোট ১৭৪ জন কাউন্সিলর বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন। সেটারই তালিকা প্রকাশ করা হবে কাল।

খসড়া ভোটার তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সেটি ২৩ সেপ্টেম্বর বিসিবিতে বিদ্যমান নির্বাচন কমিশন কার্যালয়ে সেই আপত্তি গ্রহণ করা হবে। আপত্তিগুলো বিবেচনা করে একদিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সেটির শুনানি করা হবে।

সকল যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ভোটারদেত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর পরিচালক পদের জন্য মনোনয়ন বিতরণ শুরু হবে। এটি চলবে ২ দিন। মনোনয়নপত্র দাখিল করার জন্য ২৮ সেপ্টেম্বরকে দিন হিসেবে ধার্য করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের একদিন পর সেটা যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের নিয়ে কোনো অভিযোগ থাকলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১টার মধ্যে বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেটা জমা দিতে হবে। একই দিন বিকাল ২ টা থেকে ৫টার মধ্যে এই আপিলের শুনানি ঘোষণা করা হবে।

১ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। প্রত্যাহার করা প্রার্থীদের বাদ দিয়ে সেদিনই বেলা ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এবারের বিসিবি নির্বাচনে পোস্টাল কিংবা ই-ব্যালট পদ্ধতিতে ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। ১ অক্টোবর বিকেলেই বিসিবির ওয়েবসাইটে সেটা আপলোড করা হবে।

৬ অক্টোবর হবে মূল ভোটগ্রহণ। ১৭৪ জন কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ২৫ পরিচালক। সকাল ১০টা থেকে এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। পোস্টাল পিদ্ধতিতে যারা ভোট দিবেন, তাদের অবশ্যই দুপুর ২টার মধ্যে পোস্টাল ব্যালটের কপি বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিংবা [email protected] এ প্রেরণ করতে হবে।

সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে নির্বাচিত পরিচালকদের নাম। তাদেরকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বিসিবি সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যে ঘোষণা করা হবে বিসিবির নববির্বাচিত সভাপতি এবং সহ-সভাপতির নাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]