39143

09/22/2025 বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জাল নোট-গুলিসহ পিস্তল উদ্ধার

বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জাল নোট-গুলিসহ পিস্তল উদ্ধার

জেলা সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদরের আদালত পুকুর পাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এক নারী পার্লারে প্রবেশ করেন। এ সময় তার হাতে ছিল একটি মাঝারি আকারের ব্যাগ। সেখানে প্রবেশ করে তিনি পার্লারের কর্মীদের ফেসিয়াল করে দিতে বলেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে ব্যস্ত হয়ে তিনি বেরিয়ে যান এবং কর্মীদের বলেন, ‘পাঁচ মিনিট পর ফিরে আসছি।’ কিন্তু তিনি আর ফিরে আসেননি।

এ ঘটনায় সন্দেহ হলে পার্লারের কর্মীরা ব্যাগটি খোলা থেকে বিরত থাকেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে একটি সাদা রঙের বিদেশি পিস্তল এবং ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জাল নোট জব্দ করেছি। ব্যাগটি কার, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]