39148

09/22/2025 ফিলিস্তিনের স্বীকৃতিতে বেজায় চটেছেন নেতানিয়াহু

ফিলিস্তিনের স্বীকৃতিতে বেজায় চটেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫

ফিলিস্তিন রাষ্ট্রকে রোববার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রভাবশালী ৩ রাষ্ট্র- যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

এতে ক্ষোভে ফেটে পড়েছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। খবর আল-জাজিরার।

বেলফোর চুক্তির ১০৮ বছর পর ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। সঙ্গে আরো দুই দেশ কানাডা এবং অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে।

নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের জমি। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রাম। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি- শক্তির মাধ্যমে শান্তি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]