39202

09/23/2025 গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান, এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান, এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৮

গাজায় চালানো ইয়াসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দিনকে দিন ব্যাপকভাবে অবস্থান নিচ্ছে সারা বিশ্বের অসংখ্য শিল্পীরা। এমন সময়ে এই বর্বরতাকে অর্থাৎ ইসরায়েলকে সমর্থন দেওয়ায় নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা।

দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করেছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; সে জন্যই তাকে বরখাস্ত করেন ডুয়া লিপা।

এছাড়াও এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী। আর এতে ইসরায়েলের প্রতি তার এই সমর্থন স্পষ্ট হয়েছে; ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডুয়া লিপা।

ঘটনার সূত্রপাত, জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়। সেখানে স্বাক্ষর করেন সংগীতশিল্পীদের একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়; আর চিঠিতে সই করা সেই সংগীতশিল্পীদের বিরুদ্ধে অনেকে নিন্দা জানান।

উল্লেখ্য, ডেভিড লেভি ছিলেন ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন। তিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির হয়ে ডুয়া লিপার এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; ফলে বরখাস্তের এই সিদ্ধান্ত।

সূত্র : আলজাজিরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]