39205

09/23/2025 গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৫

গ্যাস সংকটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ রাখা হয়েছে। কোম্পানিটি গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এই সংকট সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী চলতি বছরের ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছিল। এমনকি তারা গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমেও উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তবে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদী, গ্যাস সমস্যা সমাধানের মাধ্যমে তারা শিগগিরই কারখানাটি চালু করতে পারবে। তারা আরো জানিয়েছে, গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]