39213

09/23/2025 মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮),খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী এলাকা থেকে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সাতজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীসহ মোট সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি। আমাদেরকে কেউ কিছু জানায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]