39229

09/23/2025 নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও সেখানে গালমন্দ করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকরা সোমবার রাতে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটায়। তাদের মধ্যে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]