39247

09/24/2025 মাগুরায় ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মাগুরায় ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মাগুরা থেকে

২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মানুষ বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মান্দের পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা মাগুরার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঙ্গে শপথ বাক্য পাঠ করে বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে নয়ন বলেন, আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকবো। একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়, এটি সব ধর্ম ও সব মানুষের ভালোবাসার দল। প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। সবার নিরাপত্তায় বিএনপি পাহারাদারের মতো পাশে থাকবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা স্লোগান দেন ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

এর আগে রবিউল ইসলাম নয়ন শালিখা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]