39272

09/24/2025 অতীত ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা

অতীত ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা সময় তিক্ততা ছিল দুই সাবেক প্রেমিকা দীপিকা ও ক্যাটরিনার মধ্যে। তবে সময়ের সাথে সব দূরত্ব যেন মুছে গেছে।

এদিকে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের সংসারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন। এই খবরে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

একইসাথে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই দম্পতিকে। তাদেরই একজন হলেন দীপিকা পাডুকোন। ক্যাটরিনার সুখবরে তিনি আর চুপ থাকতে পারেননি।

পুরোনো সব তিক্ততা ভুলে দীপিকা ক্যাটরিনাকে অভিনন্দন জানিয়েছেন। দীপিকার এই মন্তব্যটি অনুরাগীদের নজর কেড়েছে, যা তাদের মধ্যে পুরোনো সব ঝগড়া-বিবাদের স্মৃতিকে মুছে দিয়েছে।

কয়েক মাস ধরে চলতে থাকা নানা জল্পনা-কল্পনার পরে নিজেদের এই আনন্দের খবর ভাগ করেছেন ভিকি-ক্যাটরিনা। একটি পোস্ট শেয়ার করে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে একরাশ আনন্দ নিয়ে। তাই হৃদয় আজ পরিপূর্ণ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]