39388

10/27/2025 কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি

কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে কথা বলতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভয়ে সিইসি রাজনৈতিক নেতাদের সঙ্গেও টেলিফোনে আলাপ এড়িয়ে চলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।

তিনি আরও বলেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]