39783

10/14/2025 শাকিবের ‘গোঁফ’ নিয়ে যতো আলোচনা-সমালোচনা

শাকিবের ‘গোঁফ’ নিয়ে যতো আলোচনা-সমালোচনা

বিনোদন ডেস্ক

১২ অক্টোবর ২০২৫ ২১:৩৯

মেগাস্টার শাকিব খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অভিনেতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর একটি ছবি সম্প্রতি তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ক্লিন শেভড লুকে আয়নার সামনে ধরা দিয়েছেন শাকিব, তবে শুধু রয়েছে মোটা গোঁফ।

প্রকাশের পরপরই ছবিটি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের অনেকেই শাকিবের এই লুককে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘রণবীর কাপুর লুকিং কপি মেরে দিল, শাকিব খানকেও ধরতেও পারলো না কেউ!’ আরেকজনের তীর্যক মন্তব্য, ‘ভাই, একবার হলো সালমান খান, এখন হলো রণবীর কাপুর।’ অনেকেই অভিযোগ করছেন, শাকিব বলিউডের তারকাদের লুক অনুকরণ করছেন।

তবে এই আলোচনা-সমালোচনার মাঝে অভিনেতার পক্ষ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন শাকিব ভক্তরা। তাদের দাবি, শাকিব খানকে তার মতোই লাগছে। ভক্তরা মনে করিয়ে দিয়েছেন যে, এই লুকে শাকিব খানকে সর্বপ্রথম ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমাতেই দেখা গিয়েছিল। ২২ বছর আগের সেই লুকই যেন ফিরে এসেছে ‘সোলজার’-এর মাধ্যমে।

ফলে প্রশ্ন উঠেছে শাকিব কি সত্যিই রণবীর কাপুরের লুক ‘কপি’ করলেন? নাকি নিজের সিনেমার ক্যারিয়ারের পুরোনো লুকে নতুন করে চমক দিলেন ঢালিউড কিং? এই বিতর্ক আপাতত নেটদুনিয়ায় অব্যাহত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]