40263

10/31/2025 ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে লুটপাট, আসামি ঠিকাদার-প্রকল্প পরিচালকসহ ১০

ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে লুটপাট, আসামি ঠিকাদার-প্রকল্প পরিচালকসহ ১০

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৩

সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ও ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ২১ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়।

আসামিরা হলেন ঠিকাদার ও রাকাব ট্রেড কর্পোরেশনের মালিক প্রোপ্রাইটার মো. হাবিবুর রহমান, তার স্ত্রী মিসেস নাসিমা আক্তার, প্রকল্প পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এএনএম রোকনুদ্দিন, প্রাক্তন প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, আইএসিআইবির প্রাক্তন নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবি সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘এস্টাব্লিশমেন্ট অফ আ ফিফটি বেডেড ফাইলেরিয়া হসপিটাল উইথ অ্যানসিলারি ফ্যাসিলিটিজ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণকাজে এএনএম রোকনুদ্দিন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সদস্য সচিব জনাব মো. সাব্বির ইমাম এবং সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে পারস্পরিক যোগসাজশে আসামি মো. হাবিবুর রহমান ও তার স্ত্রী মিসেস নাসিমা আক্তারের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড কর্পোরেশন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কার্যাদেশ নেয়। সেক্ষেত্রে কাজ পেতে মিথ্যা ও ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক সলভেন্সী সনদপত্র, ভুয়া পে-অর্ডার, ভুয়া কাজের অভিজ্ঞতা সনদপত্র দাখিল করেছিল।

সূত্র আরও জানায়, টেন্ডারের স্পেসিফিকেশন মোতাবেক কাজ না করে, অসমাপ্ত কাজ সমাপ্ত না করে, হসপিটাল কর্তৃপক্ষের নিকট ভবনটি হস্তান্তর না করে আসামিরা সব বিল উত্তোলন করেন। যার মধ্যে ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

ফাইলেরিয়াসিস বা গোদ রোগে আক্রান্ত সাধারণ মানুষের যথাযথ চিকিৎসার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে নীলফামারী জেলার সৈয়দপুরে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালের। এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের স্বপ্ন ছিল স্বল্প খরচে গরিব ও অসহায় মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া। সেই লক্ষ্যে সৈয়দপুরের পর রাজধানীর কাছে সাভারে আরও একটি বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় সাভারের জিনজিরায় ৬৭ শতাংশ জমির ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের ৩৫ শতাংশ কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশনের মালিক হাবিবুর রহমান পালিয়ে গেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্র জানায়, অদৃশ্য ক্ষমতা বলে হাতিয়ে নিয়েছেন প্রকল্পের টাকা। যতটুকু কাজ হয়েছে সেখানেও রয়েছে গলদ। অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সেনেটারি, ইলেকট্রিক্যাল ও আসবাবপত্রের কাজও হয়েছে নিম্নমানের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]