40268

10/31/2025 সমালোচনার মুখে ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করেছে ইসি : সচিব

সমালোচনার মুখে ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করেছে ইসি : সচিব

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫ ২০:২৮

শাপলা’ আর ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা কলি প্রতীকটি বিধিমালায় অন্তর্ভূক্ত করেছে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

শাপলা বিধিমালায় না থাকায় কোনো দলকে প্রতীকটি দেওয়া যাবে না। তাহলে কোন বিবেচনায় শাপলা কলি প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টা প্রতীক বাদ দিয়ে ১১৯টা প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার অবকাশ নেই। আপনারা জানেন একটা দল শাপলা চেয়েছে। এখন শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তাই করা হয়েছে। যেহেতু বিরূপ কিছু মন্তব্য এসেছে তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, কে চেয়েছে বা না চেয়েছে সেটা নয়, শাপলা কলি ইসি মনে করেছে যোগ করার বিষয়ে। ভবিষ্যতে যদি মনে করে সেটা আবার পরিবর্তন করতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]