40644

01/02/2026 ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ, বিতর্কের মুখে কাঞ্চন-শ্রীময়ী

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ, বিতর্কের মুখে কাঞ্চন-শ্রীময়ী

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫ ১৫:০১

প্রায়ই সংবাদের শিরোনামে আসেন ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে; আর এতেই নতুন করে সমালোচনার মুখে তারা।

গত শনিবার তাদের শেয়ার করা ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানামুখী প্রতিক্রিয়া। তাতে দেখা যায়, একটি হোটেল কক্ষে সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন কাঞ্চন-শ্রীময়ী। আরেকটি ছবিতে কাচের জানালায় তাদের স্কাইলাইনের প্রতিবিম্ব দেখা যায়, যেখানে তারা চুম্বনরত অবস্থায় আছেন।

সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভালোবাসা কোনো গণ্ডি মানে না’। ছবি প্রকাশের পরপরই সেগুলো দ্রুত ভাইরাল হয়।

ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা তীর্যক মন্তব্য দেখা গেছে। কেউ জানতে চেয়েছেন, এটি কি তাদের দ্বিতীয় হানিমুন? আবার কেউ প্রশ্ন তুলেছেন, এমন ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করা কতটা যুক্তিযুক্ত।

২০২৪ সালের ৬ মার্চ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা কাঞ্চনবিয়ের সময় তার বয়স ছিল ৫৩ বছর, আর শ্রীময়ীর ২৭। বয়সের এই ব্যবধানতাদের আগের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও আলোচনা হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে এসব মন্তব্যে পাত্তা না দিয়ে দম্পতি নিজের মতো সময় কাটাতে এবং একমাত্র সন্তানকে নিয়ে সংসারে মনোযোগ দিতে আগ্রহী বলেই জানা গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]