40995

11/26/2025 এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি : জোভান

এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি : জোভান

বিনোদন ডেস্ক

২৬ নভেম্বর ২০২৫ ১৩:১৬

ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকে তার সাবলীল অভিনয় দিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।জোভান বলেন, ‘আমার কাছে মনে হয় যে আসলে আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ হয়তোবা দেখেনি। মানে আমি অনেক বেশি উত্থান-পতন দেখে ফেলেছি আমার এই ছোট ক্যারিয়ারে।’

১২ বছরের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নাটক ক্যারিয়ার ১২ বছর অলরেডি ক্রস করে গেছে।’

সো আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি চড়াই-উতরাই দেখার পরও এখন পর্যন্ত দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি। এটা আসলে অনেক বড় রহমত আল্লাহর।’

প্রসঙ্গত, জোভান ২০১১ সালে বাংলাদেশী খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]