41038

11/27/2025 কুষ্টিয়া-৩ আসনে সোহরাবের মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া-৩ আসনে সোহরাবের মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া থেকে

২৬ নভেম্বর ২০২৫ ২১:৪৭

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মীরা মধুপুর বাজারে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী মশাল মিছিল বের করেন। মিছিল শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা সোহরাব উদ্দিনের ধানের শীষের মনোনয়ন দাবিতে স্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, আমরা আজ সোহরাব ভাইয়ের মনোনয়ন দাবিতে রাজপথে নেমেছি। এই আসনের মনোনয়ন প্রত্যাহার করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দিতে হবে। ৪৫ বছর ধরে অধ্যক্ষ সোহরাব জেলা বিএনপিকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। তার জীবনের মায়া করেননি। সোহরাব উদ্দিনকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই আসন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপিকে দিতে পারবে না। এই আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে।

তারা আরও বলেন, সঠিকভাবে এই আসনের মনোনয়ন দেওয়া হয়নি। যদি হতো তাহলে অধ্যক্ষ সোহরাব হোসেন পেতেন। আমরা দাবী জানাই এই আসনটি পুনর্বিবেচনা করার জন্য। যদি এই আসনটা দেওয়া হয় সোহরাব ভাইকে, তাহলে এই আসনে বিজয় নিশ্চিত। আর যদি তাকে নমিনেশন না দেওয়া হয় আমরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাব না। সোহরাব উদ্দিনের কোনো দুর্নীতির মামলা নেই, আছে সব রাজনৈতিক মামলা। এই আসন যদি সোহরাব ভাই না পান তাহলে এই আসন বিএনপি হারাবে। মনোনয়ন পুনর্বিবেচনা করে সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন দিলেআসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবেমনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন সোহরাব সমর্থকরা

মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা অংশ নেন। কর্মসূচি শেষ হলে রাত ৮টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]