41055

11/27/2025 তনির মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

তনির মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৫ ১৮:০২

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধির মামলায় আকাশ নিবির নামে এক গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান।

তিনি জানান, গতকাল একজন নারী উদ্যোক্তার দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধি মামলায় আকাশ নিবিরকে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ নিবিরকে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আসামি রয়েছে, যাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]