41064

11/27/2025 মুক্তি পেল জোভান-পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

মুক্তি পেল জোভান-পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫ ১৮:৫২

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে; এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়- এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। নাটকে জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য বড় চমক।

জোভান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয়ে আরও রয়েছেন শিবা শানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

নাটকটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সংগীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। নাজমুল হুদা শাপলা প্রযোজনায়, মাসুদ মুনসুর নির্বাহী প্রযোজক এবং উদয় চৌধুরী সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

ডার্ক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে তৈরি এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]