41268

12/01/2025 রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক

১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যেকোনো অনুষ্ঠানে, যেকোনো জায়গায় দুজনের উপস্থিতিই যেন ভালোবাসায় পরিপূর্ণ আর সেই ভালোবাসার প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো রাখঢাক করেন না তারা।

কখনও দীপিকার সিনেমা নিয়ে মুখ খোলেন রণবীর, আবার কখনও বা স্বামীর নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে বলিউডের 'মস্তানি'র মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বি-টাউনে।

স্বামী রণবীর সিংয়ের নতুন 'ধুরন্ধর' লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।

এই 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]