41277

12/01/2025 রং-আটা-আঠা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

রং-আটা-আঠা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

সাভার থেকে

১ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

ঢাকার ধামরাইয়ে রং, আটা, আঠা এবং বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আখের ও খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল। পরে র‍্যাবের অভিযানে ওই কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানা মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বুড়িভিটা এলাকায় রুপা এন্টারপ্রাইজ নামে অবৈধ গুড় কারখানায় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়

অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুল্লা ইউনিয়নের এই অবৈধ গুড় কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় রং, আটা এবং আঠাসহ কেমিক্যাল ব্যবহার করে আখের ও খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল। এখানে আসল গুড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। র‍্যাবের উপস্থিতিতে রুপা এন্টারপ্রাইজ কারখানার মালিক গৌতম সাহা পলাতক ছিলেন। তবে অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদনের দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

এসময় অভিযান পরিচালনার সময় র‍্যাব-৪, সিপিসি-২ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]