41283

12/01/2025 জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

অর্থনৈতিক প্রতিবেদক

১ ডিসেম্বর ২০২৫ ২১:১৩

জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি।

দেশের বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিবিএমএস) বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ২৪টি মডিউলের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছেতবে, বাধ্যতামূলক না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) নিচ্ছিল

এনবিআর জানায়, সফটওয়্যারটি ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ইউপি ইস্যুর সব সেবা শুধুমাত্র সিবিএমএসের মাধ্যমে প্রদান করা হবে, অন্য কোনো মাধ্যমে আর সেবা দেওয়া হবে না।

সিবিএমএস বাধ্যতামূলক হলে সেবায় দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি, কাগজপত্র জমাদানের ঝামেলা কমে যাওয়া এবং ইনপুট-আউটপুট হিসাব স্বয়ংক্রিয় হওয়াসহ নানা সুবিধা মিলবে বলে এনবিআর জানিয়েছে।

সিবিএমএস বাধ্যতামূলক হওয়ায় যেসব সুবিধা পাওয়া যাবে

* এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;

* বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী;

* কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাবরক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে;

* বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে এবং

* বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]