41316

12/02/2025 উর্দুভাষীদের মানবিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান

উর্দুভাষীদের মানবিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পাঁচ দশক ধরে ঝুলে থাকা উর্দুভাষী জনগোষ্ঠীর মানবিক সমস্যার স্থায়ী সমাধানে সব রাজনৈতিক দলের ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহৎ সংগঠন স্ট্র্যান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এসপিজিআরসির সভাপতি এম. শওকত আলী।

তিনি বলেন, ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উর্দুভাষী মুসলমানরা বাংলাদেশে এসে নাগরিকত্ব গ্রহণ করেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে শান্তিপূর্ণভাবে বাস করছিলেন। তবে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন। সে সময় আন্তর্জাতিক সংস্থা আইসিআরসি দেশের প্রতিটি জেলায় ক্যাম্প স্থাপন করে তাদের আশ্রয় দেয়। এই ক্যাম্পজীবন আজও উর্দুভাষীদের মানবেতর অবস্থার প্রতীক হয়ে আছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম নাসিম খান দীর্ঘ জীবন উর্দুভাষীদের সমস্যা দেশ-বিদেশে তুলে ধরার জন্য আন্দোলন করেছেনতার মৃত্যুর পরও সংগঠনটি প্রত্যেক সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেবর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছেও শতাধিক পত্র পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করেন এম. শওকত আলী

সংগঠনের সভাপতি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে নির্বাচনকালীন ইশতেহারে উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছরের ঝুলন্ত মানবিক সংকট সমাধানের অঙ্গীকার অন্তর্ভুক্ত করতে হবে

তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল জেনেভা ক্যাম্পসহ দেশের বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পকে মাদকচক্রের আস্তানায় পরিণত করার চেষ্টা করছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্প গড়ে তুলতে আরও জোরদার অভিযান পরিচালনার আহ্বান জানাচ্ছি।

এম. শওকত আলী বলেন, দেশের বিভিন্ন জেলায় উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিশুদ্ধ পানি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা স্ট্যাটাসকোর সাংবিধানিক লঙ্ঘন। আমরা প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত যেন এসব মানুষকে উচ্ছেদ না করা হয়। এ ছাড়া জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রবর্তন হলে সেখানে উর্দুভাষীদের প্রতিনিধি হিসেবে কমপক্ষে দুইজন সদস্য রাখার দাবি জানাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]