41335

12/02/2025 কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক

২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের সময় নিয়ে যে দাবি তুলেছিলেন, তা নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত বিতর্কের ঢেউ থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কোনোভাবেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না।

এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বললেও, অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন।

তবে এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের 'ড্যান্সিং কুইন' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-এর সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেটে থাকতে হয়েছে।

মাধুরী বলেন, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতামআমি প্রত্যেককেই নিজের মতো ভাবিআমি ভীষণ ওয়ার্কহোলিককাজ ছাড়া কিছু বুঝি না আমি।’

তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল মাধুরীতার কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদাকিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেনপ্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]